gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে: এমপি কাজী নাবিল
প্রকাশ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:২১:০০ পিএম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-13_65cba1488c98a.jpg

জাতীয় সংসদে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, গত পাঁচ বছরে সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। সরকারের এমন উন্নয়ন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকেলে সম্মিলনী ইনস্টিটিউশন যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি কাজী নাবিল আহমেদ এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জেলা জাসদ সম্পাদক অশোক রায়। সদর উপজেলা চেয়ারম্যান ও স্কুলের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার।
এ সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, বিদ্যোৎসাহী সদস্য শফিকুল আলম পারভেজ, অভিভাবক সদস্য অ্যাডভোকেট স্বপন কুমার ভদ্র, হাসান জহির, শিরিনা খানম, বিপ্লব ভৌমিক, শর্মিলা সাহা, আসাদুল ইসলাম, প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম ও নাজমা পারভীন।
একইদিন উপশহর বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এমপি কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম খয়রাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক এসএম রবিউল আলম।
বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রেজাউল হক বিন্দু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সেকেন্দার আলী।
দুপুরে কাজী ভবনে এমপি কাজী নাবিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

আরও খবর

🔝