gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন পিতা
প্রকাশ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:২০:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১০:৪৮:৩০ এ এম
কুষ্টিয়া প্রতিনিধি:
GK_2024-02-13_65cb97141a56e.jpg

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতাও মৃত্যুবরণ করেছেন। ছেলে আবিদুল মন্ডল (৪৫) মারা যাওয়ার দুই ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা কাবিল মন্ডলের (৭০) মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিজ বাড়িতে আবিদুল মন্ডল অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দুপুর ১২টার দিকে আবিদুলের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা কাবিল মন্ডলও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকেও কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ির পাশের ফাঁকা স্থানে দুটি স্টিলের খাটিয়ায় বাবা-ছেলের মৃতদেহ পাশাপাশি রাখা ছিল। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
প্রতিবেশিা কাজী তুহিন জানান, প্রথমে ছেলে স্ট্রোক করে মারা যান। পরে তার মৃত্যুর খবর শুনে বাবারও স্ট্রোকে মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান এনামুল হক মঞ্জু জানান, দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলে স্ট্রোক করে মারা গেছেন। কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি লোকমুখে জানতে পেরেছেন।

আরও খবর

🔝