gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
গাজার বাসিন্দারা জীবন বাঁচাতে খাচ্ছে পশুর খাদ্য
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ১২:৪৫:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-02-11_65c8629b6b573.jpg

ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে গাজা উপত্যকা এখন দুর্ভিক্ষের কিনারে এসে পৌঁছেছে। ইসরাইলের নৃশংস হামলায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে সব ফেলে এককাপড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন লাখ লাখ গাজাবাসী। উপত্যকাটির ২২ লাখের বেশি মানুষ এখন সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হচ্ছে, তা হলো খাবার। তাদের সামনে খাবার নেই, বিশুদ্ধ পানিও নেই। জীবন বাঁচাতে তাদের অনেকেই খাচ্ছেন ঘাস, পশুর খাদ্য, পান করছে দূষিত পানি।
স্থানীয়রা জানিয়েছেন, পানির সংকট তীব্র মাত্রায় দেখা দিয়েছে। অনেকে পানির পাইপ খুঁজতে মাটি খনন করছে।
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার উত্তরে ছোট শিশুদের মধ্যে তীব্র অপুষ্টি ব্যাপক মাত্রায় বেড়েছে। এই হার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
জাতিসংঘের ত্রাণ সমন্বয় সংস্থা ওচা জানিয়েছে, গত মাসে গাজার উত্তরে অর্ধেকেরও বেশি ত্রাণ মিশনকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কীভাবে এবং কোথায় ত্রাণ বিতরণ করা হবে সে ব্যাপারে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ বাড়ছে। উত্তরাঞ্চলে বসবাসকারী প্রায় তিন লাখ মানুষ মূলত সহায়তা থেকে বিচ্ছিন্ন এবং দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকির মুখোমুখি।
স্থানীয় চিকিৎসা সহায়তা কর্মী মাহমুদ শালাবি জানান, মানুষ পশু খাদ্যের জন্য ব্যবহৃত শস্য পিষে ময়দা তৈরি করছে। কিন্তু তাও এখন ফুরিয়ে আসছে।
তিনি বলেন, ‘মানুষ বাজারে এটি খুঁজে পাচ্ছে না। এটি আজকাল গাজার উত্তরে এবং গাজা সিটিতে পাওয়া যাচ্ছে না।’

আরও খবর

🔝