gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সর্বজনীন পেনশন স্কিমে জাগরণীর কর্মীদের অন্তর্ভুক্তি প্রক্রিয়া শুরু
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:১০:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
GK_2024-02-10_65c7a042649ba.JPG

জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিমে সংস্থার কর্মকর্তা কর্মীদের অন্তর্ভুক্তকরণ প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) মো. ফসিউল্লাহ্।
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। বিশেষ অতিথির বক্তৃতা করেন অথরিটির নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক নূরে আলম মেহেদী ও এমআরএর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক সুযোগ-সুবিধাসহ কিভাবে ও কারা এর আওতায় আসবে সেই বিষয়গুলো বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে জাগরণী চক্রই সর্বপ্রথম সর্বজনীন পেনশন স্কিমে তাদের কর্মকর্তাদের অন্তর্ভূক্ত করলো।

আরও খবর

🔝