gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অভয়নগরে তিন দিনব্যাপী গুড় মেলা ও পিঠা উৎসব
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৮:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
নওয়াপাড়া (যশোর) পৌর প্রতিনিধি:
GK_2024-02-10_65c79fb6d2778.jpg

যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী গুড় মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক মো. রফিকুল হাসান।
অভয়নগরের ইউএনও কেএম আবু নওশাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল ও অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) জাহিদুল ইসলাম সোহাগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু ও মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল এবং মফিজুর রহমান।
পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য মেলায় ৩১টি স্টলে আসল গুড় বিক্রি ও বিভিন্ন ধরনের পিঠার সমারহ ঘটেছে।

আরও খবর

🔝