gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
প্রকাশ : শনিবার, ১০ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৫:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪২ পিএম
ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি:
GK_2024-02-10_65c79f3ba041d.jpeg

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের একজন কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে মহিউদ্দিন ব্যাপারি কলাইক্ষেতে কৃষক হাবিবুর রহমান ব্যাপারির (৬০) মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। িিতনি ওই গ্রামের ইউনুস ব্যাপারির পুত্র। নিহতের মাথা, কান, গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, বাড়ির পাশে একটি বাগানে দুর্র্বৃত্তরা হাবিবুর রহমানকে হত্যা করে চাদর দিয়ে মুড়িয়ে কলাইক্ষেতে ফেলে যায়।
নিহতের ছেলে সোহাগ ব্যাপারি বলেন, ‘আমার বাবা সন্ধ্যার পর ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। রাত অনুমানিক ১০টার দিকে তিনি বাড়িতে না আসায় রাতভর অনেক খোঁজাখুঁজি করি এবং মসজিদের মাইকে ঘোষণা করি। শনিবার সকাল ৯টার সময় বাড়ির পাশে মহিউদ্দিন ব্যাপারির কলাইক্ষেতে আমার বাবার লাশ দেখতে পান। তবে আমার বাবার বড় কোনো শত্রু ছিল না। শুধু চাচাদের সাথে জমি নিয়ে একটু বিরোধ ছিল।’
নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খান বলেন, ‘আমি শুনেছি বালিয়াহাটি গ্রামের কারিকর পাড়ার মৃত ইউনুস ব্যাপারির ছেলে হাবিবুর রহমান ব্যাপারিকে কে বা কারা হত্যা করেছে।’
ভাঙা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘নিহতর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পাশের বাগানে তাকে হত্যা করে চাদর দিয়ে মুড়িয়ে কলাইক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। আমরা তদন্ত করছি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনেরা অভিযোগ দিলে আশা করছি দ্রুত হত্যাকারীদের সনাক্ত করতে সক্ষম হবো। ঘটনাস্থলে একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে একজোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।’

আরও খবর

🔝