gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মোদিকে পদ্মা সেতু দেখার দাওয়াত দিলেন হাসিনা
প্রকাশ : বুধবার, ৭ সেপ্টেম্বর , ২০২২, ০৬:৫৭:২৫ পিএম
কাগজ ডেস্ক::
1662555472.jpg
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বাণিজ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার হায়দারাবাদ হাউজে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক চলার সময় নরেন্দ্র মোদিকে এই আমন্ত্রণ জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন কারণ এই পদ্মা সেতুতে শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। পরে দুই দেশ সাতটি সমঝোতা স্মারক সই করে।ভারত সফরসূচির অংশ হিসেবে বুধবার দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও।গত ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নিজস্ব অর্থ সেতুটি নির্মাণ হয়েছে।

আরও খবর

🔝