gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনায় নতুন শনাক্ত ২৮২ জন
প্রকাশ : বুধবার, ৭ সেপ্টেম্বর , ২০২২, ০৬:৫৫:৪৬ পিএম
ঢাকা অফিস::
1662555405.jpg
দেশে গত ২৪ ঘণ্টায় ২৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ছয় দশমিক ৯৪ শতাংশ। গতদিন ৩১৩ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ছয় দশমিক ৭১ শতাংশ।বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট চার হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৬৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জন।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বুধবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫ লাখ সাত হাজার ৬৫৬ জনের। সুস্থ হয়েছেন ৫৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার ১২৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৯৮ জন।

আরও খবর

🔝