gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাগুরায় সংঘর্ষে বিজিবির সাবেক সদস্য নিহত, আহত আট
প্রকাশ : বুধবার, ৭ সেপ্টেম্বর , ২০২২, ০৫:৫৪:১৫ পিএম
মাগুরা প্রতিনিধি: :
1662551680.jpg
মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অবসর নেওয়া বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী হোগলডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম। তিনি ওই গ্রামের বাসিন্দা। রাশেদুল বিজিবির সদস্য ছিলেন। ওই ইউপির তিন নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাড. রশিদ ও সাবেক ইউপি সদস্য হান্নানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে রশিদ গ্রুপের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম টুকু প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে বিরোধ চরম আকার ধারন করে। এর রেশে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। বিকেলে প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম টুকুর চাচাতো ভাই রাশেদুল সন্ধ্যায় কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে হান্নান মেম্বরের বাড়ির সামনে এলে তার উপর আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় প্রতিপক্ষের হামলায় একই গ্রামের ছোবান মোল্যা, সাইদুল মোল্যা, নজরুল মোল্যা, আফান মোল্যা, হাসান মল্লিক, এনামুল মোল্যা, আতর মোল্যা  ও উকিল আহত হন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিলটন সরকার জানান, আগে থেকেই এলাকায় পুলিশ মোতায়েন ছিলো। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও খবর

🔝