gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
শিগগিরই তিস্তা চুক্তি, আশা প্রধানমন্ত্রীর
প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর , ২০২২, ০৭:১৬:৪৯ পিএম
কাগজ ডেস্ক::
1662470230.jpg
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন তিস্তার পানি বণ্টন চুক্তিসহ সব অমীমাংসিত সমস্যা শিগগিরই সমাধান হবে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।তিনি বলেন, আমি পুনর্ব্যক্ত করেছি ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিকটতম প্রতিবেশী। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে পরিচিত।তিনি আরও বলেন, গত এক দশকে উভয় দেশই বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দুই দেশ বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় অনেক অসামান্য ইস্যু সমাধান করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা একটি ফলপ্রসূ আলোচনা শেষ করেছি। এর ফলাফল উভয় দেশের জনগণই পাবে। তিনি বলেন, আমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং সহযোগিতার মনোভাব নিয়ে বৈঠকটি করেছি। সামনের দিনগুলিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে আমরা বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি, বলেন তিনি।যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পানিসম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ঋণের ক্ষেত্রগুলোর মধ্যে কয়েকটি বিষয়ে তারা আলোচনা করেছেন বলে জানান শেখ হাসিনা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার ও জনগণের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, এরপর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিহাস ও সংস্কৃতি, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং অব্যাহত সহযোগিতার মধ্যে এগিয়ে চলছে।বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে গতি আনতে নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন শেখ হাসিনা।

আরও খবর

🔝