gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজশাহীজুড়ে বিদ্যুৎ ব্ল্যাকআউট
প্রকাশ : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর , ২০২২, ০৪:৫০:২৩ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1662461471.jpg
রাজশাহী গ্রিডে সমস্যার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত   ব্ল্যাকআউট  ছিল। এর মানে এই তিন জেলার কোথাও নেসকোর আওতাধীন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে এর পর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।প্রায় ৪৫ মিনিট পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনেক এলাকা ও উপজেলা বø্যাক আউট অবস্থার মধ্যেই ছিল।এদিকে ৩৩ কেভি বিমানবন্দর কাটাখালী লাইনের গ্রিড থেকে ফ্রিকোয়েন্সি প্রায় ৪৭-এ নেমে যাওয়ায় তানোরসহ কয়েকটি উপজেলা এখনও সম্পূর্ণ গ্রিড ব্ল্যাকআউট হয়ে আছে।এ বিষয়ে রাজশাহী অঞ্চলের নেসকো লি: এর পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড (পিজিসিএল) থেকে। তাদের গ্রিডে সমস্যা হয়েছে। তবে কি সমস্যা তারাই বলতে পারবে।তিনি বলেন, ৪০ মিনিট বন্ধ থাকার পর ১০টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু জয়। প্রথমে চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যায়। পরে তা বাড়তে থাকে। ৮০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে দুপুর ২টার দিকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। এ কারণে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।গ্রীড এখনো সাভাবিক করতে পারেনি উল্লেখ্য করে নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, রাজশাহী বিভাগে আমাদের চাহিদা ছিল ৩৪৮ মেগাওয়াট। দুপুর দুইটার দিকে আমরা পেয়েছি ২৭৪ মেগাওয়াট। এ করণে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভাব হচ্ছে না।

আরও খবর

🔝