gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নওগাঁয় কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চার সাইবার অপরাধী গ্রেফতার
প্রকাশ : সোমবার, ৫ সেপ্টেম্বর , ২০২২, ০৩:২০:১১ পিএম
মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি::
1662369632.jpg
নওগাঁ জেলার ধামইরহাট থানার আমাইতারা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত পৌনে ১টার সময় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প অভিযান পরিচালনা করেন। এই সময় অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চারজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে এবং ২০টি স্মার্টফোন, ১১টি সীম, ৪টি মেমোরী কার্ড, ১টি হাত ঘড়ি, ৪টি ল্যাপটপ, ৯টি মাউস, ২টি কীবোর্ড, ২টি ক্যাবল, ১০টি ডেভিট কার্ড, ১টি ব্লাংক চেক, ৩টি এনআইডি, ৩টি মানিব্যাগ, ১টি রাউটার, ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি পাসপোর্ট, ১টি টিভি স্ট্যান্ড, ৩টি চেক বই, ৫টি লাইটার উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন, নওগাঁ ধামইরহাট উত্তর চকযদু গ্রামের মো. জাহিরুল ইসলামের ছেলে, মো. জাকারিয়া হাসান রাজু(২৮), হাটনগর গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. আশিক আহমেদ(২০),  দুর্গাপুর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. তৌহিদ হোসেন (৩০), উত্তর দুর্গাপুর গ্রেিমর মো. আব্দুস সালামের ছেলে মো. নুর আলম (২০),অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আসামীগণ ডিজিটাল মাধ্যম ঃরহফবৎ.পড়স, ঢ়ড়ভ.পড়স সহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়” মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

🔝