gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কাশিমপুরে নির্মাণ শ্রমিকের বাড়িতে হামলা : পিটিয়ে ৫ জনকে আহত
প্রকাশ : রবিবার, ৪ সেপ্টেম্বর , ২০২২, ০৯:১১:২৭ পিএম
কাগজ সংবাদ:
1662304334.jpg
যশোরের মনোহরপুরে দুর্বৃত্তরা এক নির্মাণ শ্রমিকের বাড়িতে হামলা করে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে জখম করেছে। ওইসময় তারা ভাংচুরসহ মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, যশোর সদর উপজেলার মনোহরপুর বাজারে সাজ্জাদ এন্টারপ্রাইজের মালিক সাজ্জাদ হোসেন কিস্তিতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। সম্প্রতি কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নির্মাণ শ্রমিক আব্দুর রহিম আইটেল কোম্পানির একটি মোবাইল ফোন কেনেন। আব্দুর রহিম ছয় মাসের চুক্তিতে সাজ্জাদের কাছ থেকে ১১ হাজার ৭০০ টাকা মূল্যের একটি ফোন নেন। অথচ আইটেলের ওই ফোনের বর্তমান বাজার মূল্য সাড়ে সাত হাজার টাকা বলে দাবি আব্দুর রহিমের। তিনি ছয় মাসে টাকা পরিশোধ করার চুক্তিতে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে মোবাইল ফোনটি নেন। কিন্তু দু’ মাস ১৭ দিনের মাথায় সাজ্জাদ তাকে টাকা পরিশোধের তাগিদ দেন। এর আগেও সাজ্জাদকে আব্দুর রহিম দু’কিস্তিতে এক হাজার ১০০ টাকা দিয়েছেন। ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে দোকান মালিক সাজ্জাদ হোসেন,ওসমানপুর গ্রামের রহমানের ছেলে মাসুদ, আসলামের ছেলে মুস্তাকসহ কয়েকজন দুর্বৃত্ত মিলে আব্দুর রহিমের বাড়িতে টাকার তাগাদা দিতে গিয়ে তাদের বাড়ির সদস্যদের বাঁশ ও দেশীয় লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। ওইসময় আব্দুর রহিমের মা খাদিজা বেগম, পিতা আব্দুর রাজ্জাক, স্ত্রী দুলালী বেগম ও পাঁচ বছরের ছেলে জুনায়েদকে পিটিয়ে জখম করে। একইসাথে আব্দুর রহিমের বাড়ি ভাংচুরের পাশাপাশি তার কাছ থেকে নগদ ছয় হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও টর্চ লাইট কেড়ে নেয়। যার মূল্য ১০ হাজার ৩০০ টাকা। এ ঘটনার পর আব্দুর রহিম, স্ত্রী দুলালী ও তার পিতা আব্দুর রাজ্জাককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া  হয়। ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, দু’পক্ষের বসে মিটিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে সাজ্জাদ এন্টারপ্রাইজের মালিক সাজ্জাদের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।  

আরও খবর

🔝