gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ফরিদপুরে ৫ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা
প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর , ২০২২, ০২:৪৯:১৯ পিএম
ফরিদপুর প্রতিনিধি:
1662108588.jpg
ফরিদপুর চিনিকলের তত্ত্বাবধানে ২০২২-২৩ আখ রোপণ মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চিনিকলের ৭টি সাবজোনের ৪০টি আখকেন্দ্রে একযোগে রোপণ শুরু হয়েছে। এদিন চিনিকলের মেগচামীকেন্দ্রে ও ১১ নম্বর ইউনিটের বনমালিদিয়ায় মো. দাউদ হোসেনের জমিতে রোপণ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার।এ সময় দিলীপ কুমার সরকার বলেন, বর্তমান সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। তবে এর প্রধান কাঁচামাল আখ চাষ বৃদ্ধি করতে হবে।২০২৩ মৌসুমের শুভ উদ্বোধনে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা বলেন, সরকার আখের মূল্যবৃদ্ধি করা চাষিদের মধ্যে আখ রোপণে গতির সঞ্চার হচ্ছে। আশা করি চলতি রোপণ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।এসময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মুহাম্মদ আনিস উজ্জামান, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, সহসভাপতি মির্জা মুরাদ হোসেন, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বসু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, আখচাষি ইমদাদুল হক লেলিনসহ চিনিকলের সিআইসি, সিডিএ, আখচাষিরা।

আরও খবর

🔝