gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শুরু করল আইএইএ
প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর , ২০২২, ০২:১৫:০৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1662106526.jpg
জাতিসংঘের আন্তর্জাতিক পারণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র একটি পরিদর্শক দল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের বহুল আলোচিত জাপোরিঝিয়ায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করেছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার প্রাথমিক পরিদর্শন কাজ সম্পন্ন করেছে। তবে পরমাণু স্থাপনাটির আশপাশে ইউক্রেনের সেনাবাহিনীর হামলার কারণে আইএইএ’র পরিদর্শকরা কিছুটা দেরিতে পরিদর্শন কাজ শুরু করেন।শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বৃহস্পতিবার সকালেই ১৪ জনের প্রতিনিধি দল নিয়ে ইউক্রেনের ঝাপোরিজ্ঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছিলেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। দুপুরে সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, আইএইএ-এর কয়েকেজন প্রতিনিধি আপাতত ওই পরমাণু কেন্দ্রেই থাকবেন। অন্তত পাঁচজন সেখানে আছেন বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রটির যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করবেন তারা।সূত্র অবশ্য জানিয়েছে, আপাতত ৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই প্রতিনিধিরা সেখানে থাকবেন। তবে তারপরেও তারা থাকার চেষ্টা করবেন।গ্রসি আরও বলেছেন, ঝাপোরিজ্ঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব। আমরা কোনোভাবেই এর কোনো ক্ষতি হতে দেবো না।'' বস্তুত, গ্রসির বক্তব্য, বিদ্যুৎকেন্দ্রে ছয়টি পরমাণু চুল্লির মধ্যে দুইটি বন্ধ আছে। বিস্ফোরণের পর একটি বন্ধ করা হয়েছিল। অন্যটি তার আগেই বন্ধ রাখা হয়েছিল। তবে বাকি চারটি চুল্লি ঠিক আছে। কোনোভাবেই যাতে ওই কেন্দ্রের ভিতর বিস্ফোরণ না হয়, আইএইএ তা নিশ্চিত করবে।সাম্প্রতিক সময়ে ইউরোপের সর্ববৃহৎ এই পরমাণু স্থাপনায় গোলাবর্ষণ করার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করেছে। হামলায় স্থাপনাটির কতখানি ক্ষতি হয়েছে এবং এর ফলে এটির নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা দেখতেই মূলত আইএইএ’র প্রতিনিধিদলটি সেখানে গেছে।এদিকে আইএইএ-এর সফরের মধ্যেই ইউক্রেন এবং রাশিয়া একে অপরকে দোষারোপ করে চলেছে। ঝাপোরিজ্ঝিয়া অঞ্চলে লড়াই তীব্র হয়েছে। ইউক্রেনের অভিযোগ, আইএইএ-এর প্রতিনিধিরা যে রাস্তা দিয়ে গেছেন, সেখানে হামলা চালিয়েছে রাশিয়া। তারা চেষ্টা করেছে প্রতিনিধিদের সমস্যায় ফেলতে। শুধু তা-ই নয়, পরমাণুকেন্দ্রের একেবারে কাছেও বোমাবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।রাশিয়া অবশ্য এই আভিযোগ অস্বীকার করেছে । তাদের পাল্টা দাবি, ইউক্রেন এই সুযোগ ব্যবহার করে রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনর্দখল করতে চাইছে। প্রতিনিধি দলের পিছন পিছন ইউক্রেনের একটি বাহিনী এলাকায় পৌঁছেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। তারাই পরমাণু কেন্দ্রের কাছে আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আইএইএ’র দলটি জাপোরিঝিয়া পরমাণু স্থাপনার ব্যাপারে নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে মস্কো আশা করছে।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং মার্চ মাসের গোড়ার দিকেই পরমাণু স্থাপনাটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যায়।তখন থেকে এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে যদিও ইউক্রেনের সেনারা এটি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রায়ই সেখানে হামলা চালাচ্ছে। 

আরও খবর

🔝