gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী আম আদমি পার্টি
প্রকাশ : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর , ২০২২, ০৬:৪৮:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1662036567.jpg
দিল্লি বিধানসভায় আস্থাভোটে জয়ী হলো অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আস্থাভোটে আপের সমর্থনে ভোট দিয়েছেন ৫৮ জন বিধায়ক। যেখানে কেজরীওয়ালের দলের বিধায়ক সংখ্যা ৬২। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির পক্ষে ভোট দিয়েছেন মাত্র আট বিধায়ক।আপের প্রধান অরবিন্দ কেজরীওয়ালের দাবি, দিল্লিতে বিজেপি ব্যর্থ হয়েছে। তার এক জন বিধায়ককেও বিজেপি তাদের শিবিরে নিতে পারেননি বলেও জানান তিনি। দলের বিধায়করা তার সঙ্গে রয়েছেন। এটা প্রমাণ করতেই বিধানসভায় আস্থাভোটের ডাক দেন তিনি।আস্থাভোটের প্রস্তাব পাশ হওয়ার পর বিজেপিকে উদ্দেশ্য করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন, দিল্লিতে এক জন আপ বিধায়ককে কিনতেও ব্যর্থ হয়েছে ওরা (বিজেপি)। আমাদের ৬২ জন বিধায়ক রয়েছে। তাদের মধ্যে দু’জন দেশের বাইরে। আর এক জন জেলে রয়েছেন।বৃহস্পতিবার এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দিল্লিতে আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এ নিয়ে আপ বনাম বিজেপি সংঘাত তুঙ্গে উঠে। এসব ঘটনাপ্রবাহের মধ্যেই আপের এক মন্ত্রী দাবি করেন যে, আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিজেপি। তাকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি টুইটারে বলেন, আমার কাছে বিজেপির বার্তা এসেছেÍ আপ ভেঙে বিজেপিতে যোগ দিন, সিবিআই-ইডির সব মামলা বন্ধ করে দেওয়া হবে! বিজেপিকে আমার জবাবÍ আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যা, যা খুশি করতে পারেন।এরপর কেজরীওয়ালও বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ জানিয়ে সরব হন। তার পরই আস্থাভোটের ডাক দেন তিনি।যদিও বিজেপির পাল্টা অভিযোগ, আবগারি নীতিতে দুর্নীতির ঘটনা থেকে নজর ঘোরাতেই বিধানসভায় ‘নাটক’ করছে আপ।

আরও খবর

🔝