gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
এ বছর ৪ হাজার কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়
প্রকাশ : বুধবার, ৩১ আগস্ট , ২০২২, ০৩:৪৯:১৩ পিএম
ঢাকা অফিস::
1661939381.jpg
করোনা মহামারির প্রকোপ কমায় বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। চলতি বছর দেশটিতে ৪ হাজার কর্মী যাচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।বুধবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ এ কথা জানান তিনি।রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে, তবে বাণিজ্যে সবচেয়ে বেশি। রেকর্ড বাণিজ্য হয়েছে দুই দশমিক তিন বিলিয়ন ডলার যার মধ্যে দুটি দেশের মধ্যে কোরিয়ার রফতানি ৮০ শতাংশ ও বাংলাদেশের ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।

আরও খবর

🔝