gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১১৩৬
প্রকাশ : বুধবার, ৩১ আগস্ট , ২০২২, ০৩:৪১:৩৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1661938916.jpg
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল সম্পূর্ণভাবে তলিয়ে গেছে পানিতে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ১৩৬ জনের। নিখোঁজ শতাধিক। এ বন্যায় ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারনা সংশ্লিষ্টদের। বুধবার পাকিস্তানভিত্তিক ডন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় দেশটির সাড়ে তিন কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যাকে দেশের "ইতিহাসের সবচেয়ে খারাপ" বন্যা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মানুষের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।পাক প্রধানমন্ত্রী বলেন, বিধ্বংসী বন্যায় এক হাজার একশ' জনেরও বেশি মানুষ মারা গেছে। ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ভেসে গেছে ফসল। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।তিনি আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্থদের আশ্রয়, তাঁবু, মশারি, পানীয় জল এবং চিকিৎসা প্রদানের জন্য সর্বোচ্চ সম্পদের অপচয় করছে। এ সময় পাকিস্তানের পাশে থাকার জন্য চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান শরিফ।কর্মকর্তাদের অনুমান, প্রতি সাতজনের মধ্যে একজন এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সাড়ে তিন কোটি পাকিস্তানি বিপাকে পড়েছে। দেশের উত্তর সোয়াত উপত্যকায় ভারি জলরাশিতে ব্রিজ ও রাস্তা ভেসে গেছে। গ্রামগুলোকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড়ি এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হেলিকপ্টারের সাহায্যেও কর্তৃপক্ষ এখনও আটকে পড়াদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে।এদিকে খাবার, পানীয় জল এবং আশ্রয়ের অপেক্ষায় রয়েছে লাখ লাখ মানুষ। মানুর উপত্যকার মতো এলাকায় বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর কাছে পৌঁছাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।বন্যায় সিন্ধু এবং বালুচিস্তানের মতো প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চলগুলিও মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কারণে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সংস্থাগুলোকে পৌঁছাতে সহায়তা করতে পাকিস্তানের সেনাবাহিনীকে ডাকা হয়েছে। বিভিন্ন এলাকায় পৌঁছানোর একমাত্র উপায় এখন হেলিকপ্টার।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, জুনের মাঝামাঝি থেকে এই মৌসুমের বর্ষায় পাকিস্তানে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩৬ হয়েছে এবং এক হাজার ৬৩৪ জন আহত হয়েছে। 

আরও খবর

🔝