gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লজ্জাবতী গাছের অবাক করা গুণ
প্রকাশ : সোমবার, ২৯ আগস্ট , ২০২২, ০৩:২৩:৫৪ পিএম
কাগজ ডেস্ক:
1661765148.jpg
বর্ষজীবি গুল্ম আগাছা অথবা ওষুধি গাছ লজ্জাবতী। অনেকেই আবার এই গাছকে লাজুক লতা হিসেবেও চিনে থাকেন। এটি এক ধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ।অন্যান্য গাছের তুলনায় ওনেক বেশি স্পর্শকাতর লজ্জাবতী। ছোট বেলায় কম বেশি সবাই এই পাতা নিয়ে খেলা করেছেন। এই পাতাকে স্পর্শ করলেই নেতিয়ে পড়ে এবং বন্ধ হয়ে যায়। তাই এই গাছকে বলা হয় লজ্জাবতী।লজ্জাবতী গাছের রয়েছে ঔষধি গুণ যা আমাদের অনেকেরই অজানা। নানান রকম রোগ প্রতিরোধে কাজ করে এই লজ্জাবতী। শরীরের জন্য বেশ কার্যকরী এই গাছ।দাঁত ও মাড়ির ক্ষত সারাতে লজ্জাবতী বেশ কার্যকরী ভূমিকা পালন করে। লজ্জাবতী গাছের মূল ভালো করে পরিষ্কার করে পানিতে সিদ্ধ করে নিন ১২-১৫ মিনিট। এখন সেই সেদ্ধ কয়রা পানি দিয়ে কুলি করুন। দাঁত ও মাড়ির ক্ষত নিমিষে দূর করতে সহায়তা করবে।এছাড়া বদহজম, আলসার, শ্বাসকষ্ট, পাইলস, পেট ফাঁপা এবং যেকোনো ক্ষত সারাতে লজ্জাবতী গাছের রস ভীষণ উপকারি।ঘামের দুর্গন্ধ দূর করতে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার ক্বাথ তৈরি করে বগল ও শরীর ব্যবহার করলে এই রকম সমস্যা থেকে মুক্তি পাবেন।লজ্জাবতীর মূল থেঁতো করে সিদ্ধ করে পানি ছেঁকে নিন। ছেকে নেয়া এই পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে।এছাড়া আমাশয় এবং হাত পায়ের জলুনির জন্য লজ্জাবতী গাছের মিশ্রণ ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন। 

আরও খবর

🔝