gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
এবার নাচের ভিডিও পোস্ট করলেন হিলারি
প্রকাশ : সোমবার, ২৯ আগস্ট , ২০২২, ০৩:২০:৪৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :
1661764889.jpg
পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এই ঘটনায় তার পাশে দাঁড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।সানা মারিন নাচার ঘটনায় সংহতি জানিয়ে স্থানীয় সময় রোববার ( ২৮ আগস্ট) টুইটারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজের নাচার একটি ভিডিও পোস্ট করেছেন।   বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলোম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, নাচতে থাকো, সানা মারিন।  এদিকে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরই টুইটারে হিলারিকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।   সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও গত সপ্তাহে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচকরা বলেছেন যে এই নাচের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অনুপযুক্ত আচরণ দেখিয়েছেন। পরে অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন সানা মারিন।  ৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী।  সূত্র: এনডিটিভি

আরও খবর

🔝