gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লামায় বিএনপির মিছিল-সমাবেশে উপচে পড়া ভিড়
প্রকাশ : রবিবার, ২৮ আগস্ট , ২০২২, ০৭:১৫:২৬ পিএম
জাহিদ হাসান,লামা(বান্দরবান) প্রতিনিধি ::
1661692555.jpg
লামার রাজ পথে মা ম্যাচিং জাবেদ এর নেতৃত্ব মিছিল-সমাবেশে  মানুষের ঢল নেমেছে। উপচেপড়া ভিড়, লামার দ্বিধাবিভক্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের।দেশব্যপি খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লামায় বিএনপির মিছিল-সমাবেশে ২৮ আগষ্ট নেতৃত্ব দিয়েছেন মা ম্যাচিং ও জাবেদর রেজার অংশ।  তিনটায় মিছিল শেষে গজালিয়া জীফ সেটশনে কেন্দ্রীয় কমিটির সদস্য মা ম্যচিং বলেন, রাতের ভোটে নির্বাচিত এই সরকার জনগনের জীবন অতিষ্ট করে তোলেছে। তিঁনি বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারের কারণে। বিএনপির নেতারা বক্তব্যে আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গুম, খুনসহ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দলটি রাজ পথে সোচ্চার থাকবে। তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দলের দুই নেতা হত্যার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন দেখে ক্ষমতাসীনরা পাগল হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে  সরকার  দলীয় লাঠিয়াল ব্যবহার করতে শুরু করেছে। এই আন্দোলন অগনতান্ত্রিক সরকার পতনের ডাক। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বান্দরবানের সাবেক পৌর মেয়র মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, সিনিয়র সহসভাপতি লুসাইমং, লামা বিএনপির একাংশের সভাপতি  আঃ রউব, সাধারন সম্পাদক এম রুহুল আমিন ও যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন কাউন্সিলর। পুলিশ পাহারার মাঝেও বিএনপির নেতা কর্মীরা রাজপথে সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল-সমাবেশ করার সুযোগ পেয়ে তারা উৎসাহ বোধ করেন বলে, তৃণমূলের নেতা কর্মিরা মন্তব্য করেন।

আরও খবর

🔝