gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পদ্মার ২০ কেজির বাগাড় ২৩ হাজারে বিক্রি
প্রকাশ : সোমবার, ২২ আগস্ট , ২০২২, ০৫:৪৮:৪৪ পিএম
রাজবাড়ী প্রতিনিধি: :
1661163025.jpg
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। সোমবার (২২ আগস্ট) ভোররাতে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকা থেকে অন্তরমোড়ের জেলে জমির ও মমিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে পদ্মা নদীতে জমির ও মমিন সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান। রাতে কোনো মাছ না পাওয়ায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোররাতে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ জালে ধরা পড়েছে। পরে মাছটি সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন।দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে রওশন মোল্লার আড়ত থেকে ২০ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মক্ত নিলামে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকায় কিনে নিই। পরে মাছটি আমার আড়ত ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর নিকট প্রতি কেজি ১১৫০ টাকা দরে মোট ২৩ হাজার টাকায় বিক্রি করে দেই। মাছটি বিক্রি করে প্রতি কেজিতে আমার ৫০ টাকা করে লাভ হয়েছে।

আরও খবর

🔝