gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে
প্রকাশ : সোমবার, ২২ আগস্ট , ২০২২, ০৫:৪৭:৩০ পিএম
মাদারীপুর প্রতিনিধি: :
1661162994.jpg
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার এমন বক্তব্যের দায় সরকার কিংবা দল নেবে না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক হয়নি।সোমবার (২২ আগস্ট) সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনার সরকার কোনো দেশের লেজুরবৃত্তি করে না। প্রজা হিসেবে কোথাও থাকে না। বাংলাদেশ স্বাধীন দেশ। এদেশের জনগণ সবাই স্বাধীন। সুতরাং স্বাধীন দেশের জনগণের মতামতের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়। এজন্য নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে। নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পন্থা। তিনি বলেন, শেখ হাসিনার সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি, জনগনের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। আগামী নির্বাচনে জনগণ চাইলে আবারও শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন।এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদউজ্জামান মিমুন, ‘পলাশী থেকে ধানমন্ডি’র শিল্পী বিপ্লব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন প্রসঙ্গত, এক কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর শহরের লেকেরপাড়ে নির্মাণ করা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে ঐতিহাসিক স্মৃতিসৌধ ‘ধানমন্ডি থেকে পলাশী’। এখানে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ভাস্কর্যের মাধ্যমে। পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ট্রেডার্সের মাধ্যমে প্রকল্পটির কাজ আগামী জুন শেষ হওয়ার কথা।

আরও খবর

🔝