gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
থিয়েটার কোরিওগ্রাফি ড্রামা নিয়ে শেকড়ের সংবাদ সম্মেলন
প্রকাশ : বুধবার, ১৭ আগস্ট , ২০২২, ০৯:০৭:৩৯ পিএম
কাগজ সংবাদ :
1660749858.jpg
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নৃশংস হত্যাকান্ডের ঘটনা নিয়ে শেকড় যশোর মঞ্চস্থ করতে যাচ্ছে থিয়েটার কোরিওগ্রাফি ড্রামা ‘আনন্তর্য তর্জনী’। বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেকড়ের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা একসূত্রে গাঁথা। তাকে স্বপরিবারে হত্যা এদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। অন্যদিকে ২১আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এদেশের ইতিহাসে আরেকটি কালো অধ্যায়। এ দু’টি ঘটনাই একসূত্রে গাঁথা এবং একই কুশীলবদের রচিত পটভূমি। সেই ভাবনার পটভূমিকে কেন্দ্র করে শেকড়ের উদ্যোগে ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটার কোরিওগ্রাফি ড্রামা ‘আনন্তর্য তর্জনী’। সংবাদ সম্মেলন থেকে নাটকটি উপভোগ করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেকড় সভাপতি অ্যাঞ্জেলা গোমেজসহ নাটকের কলাকুশলীরা।     

আরও খবর

🔝