gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে জন্মাষ্টমীর কর্মসূচি ঘোষণা
প্রকাশ : বুধবার, ১৭ আগস্ট , ২০২২, ০৮:৩৩:১১ পিএম
কাগজ সংবাদ :
1660747524.jpg
শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা। বুধবার সংগঠনের হরিসভা মন্দির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার বিকেলে গীতাপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান জন্মাষ্টমীর দিন আগামীকাল শুক্রবার। এদিন দু’পর্বে পর্যায়ক্রমে দু’স্থানে উদযাপিত হবে জন্মাষ্টমীর উৎসব। সকাল নয়টা থেকে টাউনহল মাঠে দেশের গান এবং ভক্তিগীতির মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। টাউনহল মাঠে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের পর শোভাযাত্রার মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হবে। মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়া মন্দির সংলগ্ন ঘোষ বাড়ির মাঠে এসে সমবেত হবে। সেখানে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে প্রখ্যাত সংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিনের ভক্তিগীতি পরিবেশিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ লিখিত বক্তব্যে এসব তথ্য জানান। সংগঠনের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে উৎসব আয়োজন নির্বিঘœ করতে ইতিমধ্যে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।   সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, অর্থ সম্পাদক শুভাশীষ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত ঘোষ, যুগ্ম সম্পাদক মৃণাল কান্তি দে, দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়, শিক্ষা সম্পাদক শ্রাবণী সুর, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সাহা, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল, জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক অভিজিৎ বিশ্বাস, সহপ্রচার সম্পাদক সুকুমার সিকদার, সম্পাদক মন্ডলীর সদস্য উৎপল ঘোষ, নবকুমার সাহা, কার্তিক ভৌমিক ও প্রদীপ মোহন্ত।

আরও খবর

🔝