gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
গোদাগাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : সোমবার, ১৫ আগস্ট , ২০২২, ০৩:৩০:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1660555821.jpg
বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে  জানতে পারবে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। তোমার জাতীয়তা, তোমার পিতা মাতা, তোমার নিজের সম্পর্কে জানতে পারবে।আজ যদি বন্ধবন্ধু যদি বেঁচে  থাকতো তাহলে ১৯৯৫ সালে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হতো। আর তার সুযোগ্য কন্যা, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২২ ইং সালে বাংলাদেশ উন্নত দেশে  রুপান্তরিত হতো। রাজশাহীর গোদাগাড়ীতে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন।আজ সোমবার ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। জাতির ইতিহাসের কলঙ্কেরও। যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; ১৯৭৫ সালের এই দিন ভোরে তাকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রাস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বিশ্ব দরবারে জাতির মাথা ন্যূইয়ে দিয়েছিল সেই পৈচাশিক ঘটনা।১৫ আগস্টের সেই নির্মম পৈচাশিক রক্তাক্ত ঘটনার বর্ণনা কবি রফিক আজাদের কলমে উঠে এসেছে। কবি ‘এই সিঁড়ি’ কবিতায় লিখেছেন ‘সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে/ স্বপ্নের স্বদেশ ব্যেপে/ সবুজ শস্যের মাঠ বেয়ে/ অমল রক্তের ধারা/ বয়ে গেছে বঙ্গোপসাগরে।’ ‘এবাবের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ হুংকার দিয়ে একদিন যে মহানায়ক বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন; স্বাধীন বাংলাদেশে সেই মহানায়ককে চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক সেই বাড়িতেই।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ বাংলাদেশের মানুষ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছেন। সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পালন করেছেন। উপজেলা প্রশাসনের  উদ্যোগে গোদাগাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়।  এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

আরও খবর

🔝