gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে নারীর অগ্রযাত্রা নিয়ে সমাবেশ

❒ বৈরি আবহাওয়ার মধ্যেও স্বতঃস্ফূর্ত উপস্থিতি

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ আগস্ট , ২০২২, ০৮:৫৯:০৫ পিএম
কাগজ সংবাদ:
1660229979.jpg
নারীর উন্নয়নে বিভিন্ন দপ্তর ভিত্তিক সেবা, নারীর ক্ষমতায়ন ও নানা সূচকে অগ্রযাত্রা, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে রোধে আলোকপাত করে যশোরে অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ। বৈরি আবহাওয়ার মধ্যেও দু’ শতাধিক নারীর উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সমাবেশে পিছিয়ে না থেকে উন্নয়নের মূলধারায় নারীদের সমতার ভিত্তিতে অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে উদ্বুদ্ধ করা হয়। সমাবেশ শেষে সবার কণ্ঠে একসাথে দৃপ্ত শপথ উচ্চারিত হয় গুজব প্রতিরোধ এবং মাদক ও বাল্য বিয়েকে না বলার মধ্য দিয়ে।বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা তথ্য অফিসের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) আওতায় চলতি অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।প্রধান অতিথির বক্তৃতায় হুসাইন শওকত বলেন, নারীরা পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে সবক্ষেত্রে নারীরা ভালো করছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অনেক দূর এগিয়ে যাবে এবং জিডিপিতে বিশেষ অবদান রাখবে। এ সময় তিনি ৩২টি বাল্যবিয়ে রোধে যশোরের সাফল্যের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমান, জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর রাসেল আহমেদ। স্বাগত বক্তৃতা করেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাইদ-উর রহমান। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা খুকু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনজিও সমন্বয়কারী শাহজান নান্নু।সমাবেশ শুরুর আগে জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার জন্মবার্ষিকী এবং নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে রোধে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। 

আরও খবর

🔝