gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
টিকাদানে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ
প্রকাশ : শুক্রবার, ২২ জুলাই , ২০২২, ০৩:৫৪:২১ পিএম
ঢাকা অফিস:
1658483686.jpg
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির প্রতিবেদনে এশিয়া অঞ্চলে টিকাদান পরিস্থিতির পরিসংখ্যানে বলা হয়েছে, এক ডোজ, দুই ডোজ এবং বুস্টার ডোজ মিলিয়ে টিকা নিয়েছে- বাংলাদেশে এমন জনসংখ্যা প্রায় ৭৪ শতাংশ। এর মধ্যে বুস্টার ডোজ নিয়েছে প্রায় ১৭ শতাংশ। দুই ডোজ নিয়েছে ৫৪ শতাংশ। সার্বিক হিসাবে টিকা দেয়ায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১৯তম। টিকাদানে ভারত ও পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। গত ডিসেম্বরে এডিবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ৩৫তম। দেশে সেখান থেকে ব্যাপক হারে করোনা টিকার ক্যাম্পেইন করায় এ হার বৃদ্ধি পেয়ে বাংলাদেশ এখন ১৯তম অবস্থানে এসে। বৃহস্পতিবার (২১ জুলাই) এডিবির প্রকাশিত 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক সাপ্লিমেন্ট' শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৬ শতাংশ।

আরও খবর

🔝