gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বুড়োর বিলে লাখো পদ্মের সমাহার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই , ২০২২, ০৬:৫৬:৫১ পিএম
রাজবাড়ি প্রতিনিধি:
1658408229.jpg
রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাঠবাড়িয়া বিলটি স্থানীয়দের কাছে বুড়োর বিল নামে পরিচিত। এই বিলের টলমলে পানিতে সবুজ পাতার ফাঁক গলে ফুটে আছে শত শত গোলাপি পদ্ম। দূর থেকে বিলটি দেখলে মনে হয়, যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ।ফোটার অপেক্ষায় আছে আরো অসংখ্য। এই পদ্মের গোলাপি আভার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দল বেঁধে ঘুরতে আসছেন শিশু-কিশোর আর নানা বয়সি মানুষ।বিলে পানি কম থাকায় দর্শনার্থীরা ফুল ছিড়ে নিচ্ছেন। কেউ কেউ তুলে নিচ্ছে একটা দুটো ফুল। প্রতি বছর বর্ষার শেষে ফুটতে শুরু করে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক পদ্ম। জলজ ফুলের রানির উপস্থিতিতে জলাভূমি ও বিল-ঝিলে সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ।স্থানীয়রা জানান, তাদের কাছে এটি ‘বুড়োর বিল’ নামেই পরিচিত। গত তিন দশক ধরে বর্ষাকালে এ বিলে গোলাপি রঙের অসংখ্য পদ্ম ফোটে। এমনিতে পদ্ম ফুল সারা বছর থাকে না। বর্ষা কালেই শুধু দেখা যায়। তবে গত দুই বছর ধরে প্রকৃতি প্রেমীদের কাছে এটি ‘মাঠবাড়িয়ার পদ্মবিল’ নামে পরিচিত হয়ে উঠেছে।বিলের যত দূর চোখ যায় এমন অপরূপ দৃশ্য হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। সেই ডাকে সাড়া দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে অনেক দর্শনার্থী যান বিলটিতে। তারা নৌকায় ঘুরে সৌন্দর্য উপভোগ করেন।পদ্মবিলে আসা মোস্তফা বলেন, ‘আমি ব্যবসায়ীক কারণে ঢাকা থাকি। করোনার কারণে এতদিন ঢাকায় অনেকটা বন্দি অবস্থায় ছিলাম। এখন বর্ষাকালে বুড়োর বিলে পদ্মফুল ফুটেছে, তাই বন্ধুদের সাথে এই বিলে এসেছি। খুব ভালো লাগল এই সৌন্দর্য দেখে।তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন তারা। এদিকে বিলে পানি কম থাকায় দর্শনার্থীরা ফুল ছিড়ে নিচ্ছেন। এজন্য প্রশাসনের সহযোগিতা চান স্থানীয়রা।এদিকে এতদিন অবহেলায় পড়েছিলো পদ্মবিলটি। কিন্তু দর্শনার্থীদের আগ্রহ দেখে বিলটি সংরক্ষণ করে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে উপজেলা প্রশাসন।

আরও খবর

🔝