gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হাতিয়ায় তৃতীয় ধাপে আরো ৫১ পরিবার পেলেন মুজিব বর্ষের ঘর
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই , ২০২২, ০৩:৫০:৫২ পিএম
তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি : :
1658399654.jpg
নোয়াখালী হাতিয়ায় তৃতীয় ধাপে মুজিব বর্ষের ঘর পেলেন আরো ৫১ পরিবার। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনপারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরপরই এসব পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, বীর মুক্তিযোদ্ধা কাজী আওরঙজেব, থানা পরিদর্শক ( তদন্ত) কাঞ্চন কান্তি দাশ, প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপকারভোগী পরিবারের সদস্য, সাংবাদিক জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যাক্তি বর্গ।নতুন এসব ঘরের মধ্যে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ২১ টি ও চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামে ৩০টি। উদ্বোধনের পরপরই পূর্বে নির্ধারিত এসব পরিবারের সদস্যদের মাঝে ঘরের চাবি ও দুই শতক জমির দলিল হস্তান্তর করা হয়। হাতিয়াতে মুজিব বর্ষের ঘর পেয়েছে এই পর্যন্ত ৪শত ৩৯টি পরিবার। উপজেলার জাহাজমারা ইউনিয়নে ১৪০টি, সোনাদিয়া ইউনিয়নে ৪৭টি, চরকিং ইউনিয়নে ২২২টি ও তমরদ্দি ইউনিয়নে ৩০ টি পরিবারকে এই ঘর বুঝিয়ে দেওয়া হয়। এসব ঘরের নির্মাণ কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদারকি করেন উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়। কাজের দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে সারা দেশে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি পরিবারকে একটি আধাপাকা ঘরের সাথে ২ শতক জমির দলিল হস্তান্তার করা হয়েছে। তিনি আরো জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে তৈরি করা প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। তৃতীয় ধাপে প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২লাখ ৬৫ হাজার টাকা। আধা পাকা প্রতিটি ঘরের সামনে বারান্ধা, পিছনে রান্নার ঘর ও শৌছাগার রাখা হয়েছে। দুই রুমের এসব ঘর দূর্যোগ সহনীয় করে তৈরি করা হয়েছে। প্রতিটি আশ্রায়নে পর্যাপ্ত গভীর নলক্থপ বসানো হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম হোসেন বলেন, তৃতীয় ধাপে হাতিয়ায় আরো ৫১টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয় আজ। প্রধানমন্ত্রী ভিডিও কনপারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর পরই এসব পরিবারের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

আরও খবর

🔝