gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাদারীপুরে ২৮টি গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : বুধবার, ২০ জুলাই , ২০২২, ০৪:৪২:২০ পিএম
মাদারীপুর প্রতিনিধি ::
1658313766.jpg
মাদারীপুর র‌্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে বৃহৎ আকারের ২৮টি গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদারীপুরের রাজৈর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটকরা হলেন রাজৈর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মৃত নরেন চন্দ্র সরকারের ছেলে নকুল চন্দ্র সরকার (৬৫) ও মৃত জয়ন্ত সরকারের ছেলে কংকর সরকার (৪২)।বুধবার দুপুরে র‌্যাব -৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার লক্ষ্মীপুরের মহিষমারি মৌজায় কংকর সরকারের মাছের ঘেরের পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নকুল চন্দ্র সরকার ও কংকর সরকারকে গাঁজা গাছসহ হাতে নাতে আটক করে। আটকদের স্বীকারোক্তি ও সনাক্ত মতে মাছের ঘেরের পূর্ব পাড় হতে তাদের চাষ করা ২৮টি গাঁজা গাছ জব্দ করে। ৪ টি গাছের দৈর্ঘ্য ১০ ফুট, ৪টি গাছের দৈর্ঘ্য ৯ ফুট, ৫টি গাছের দৈর্ঘ্য ৮ ফুট ৫ ইঞ্চি, ১৫ টি গাছের দৈর্ঘ্য ৭ ফুট। যার সর্বমোট ওজন ১৪ কেজি (কাঁচা অবস্থায়) উদ্ধার করা হয়। আটক আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে র‌্যাব  জানতে পারে, আসামীদ্বয় পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বসত বাড়ীর আশ-পাশ এলাকায় অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। আটক আসামীদের উদ্ধার করা গাঁজা গাছসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান।

আরও খবর

🔝