gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কেশবপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা করায় মামলা
প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই , ২০২২, ০৯:১৭:০৩ পিএম
কাগজ সংবাদ :
1658243993.jpg
কেশবপুর উপজেলা পরিষদের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার ঘটনায় মামলা হয়েছে। স্থাপনা নির্মাণ করায় ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার। এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, যশোর জেলা পরিষদের মালিকানাধীন কেশবপুর আলতাপোল মৌজার এসএ খতিয়ান-৩ এ ৫০ শতাংশ জমি। এতে ছয়শ’ বর্গফুট জমি অবৈধভাবে দখল করে সেমি পাকা ঘর নির্মাণ করেন খতিয়াখালী গ্রামের মৃত ডাক্তার ছবেদ আলীর ছেলে মিজানুর রহমানসহ ১৫ জন। এ কারণে তাদের বিরুদ্ধে গত ২৭ জুন জেলা পরিষদ কর্তৃপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার নং-৭০৩/২২। ১২ জুলাই এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন অবৈধ স্থাপনা উচ্ছেদে কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, মিজানুর রহমান এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি। এ সুযোগে ১১ জুলাই ছুটির দিনে গোপনে কোর্টের নির্দেশ অমান্য করে অবৈধ স্থাপনা তৈরি করেন তিনি। এ মামলায় কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পুনরায় সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।  

আরও খবর

🔝