gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে আহত ৩০
প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই , ২০২২, ০৭:৪১:২৫ পিএম
বাগেরহাট প্রতিনিধি :
1658238103.jpg
বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের কানাই পুকুর নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে ঢাকাগামী পর্যটক পরিবহন ও খুলনাগামী সেতু ডিলাক্সের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় ব্যক্তিরা জানান, ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ফকিরহাট উপজেলার কানাই পুকুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর

🔝