gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
রাজবাড়ীতে ফেসবুকে সাংবাদিকের নামে মানহানিকর পোস্ট, থানায় অভিযোগ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই , ২০২২, ০৭:১৯:২২ পিএম
রাজবাড়ী প্রতিনিধি: :
1658236836.jpg
রাজবাড়ীতে এক সাংবাদিকের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে রিয়াজ আক্তার নামে এক ব্যক্তি বিরুদ্ধে।এ ঘটনায় ১৮ই জুলাই রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ভুক্তভুগি সাংবাদিক রবিউল ইসলাম খন্দকার।অভিযুক্ত রিয়াজ আক্তার রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।সাংবাদিক রবিউল ইসলাম খন্দকারের অভিযোগে উল্লেখ করা হয়েছে, গতকাল ১৮ জুলাই বিকাল ৫টায় তিনি তার ফেসবুক আইডি-তে ঢুকে দেখতে পান উক্ত রিয়াজ আক্তার তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লিখেছে ‘রাজবাড়ীর সাংবাদিক রবিউল খন্দকারকে আমাদের নতুন বিভাগ পদ্মার বিভাগীয় মন্ত্রীর দায়িত্ব দেয়া হোক। কারণ রাজবাড়ীতে উনি যেভাবে দায়িত্বের সাথে সাংবাদিকতা করেন, বাংলাদেশে এত দায়িত্বশীল সাংবাদিক খুবই কম রয়েছেন। রবিউল স্যার এর ফেসবুক প্রোফাইলে দেখবেন তিনি কত বড় মাপের সাংবাদিক !’ উক্ত রিয়াজ আক্তার সাংবাদিক রবিউল ইসলাম খন্দকার তথা রাজবাড়ীর সাংবাদিকদের সুনাম ক্ষুণ করা এবং আইন-শৃঙ্খলার বিঘœ ঘটানোর জন্য এই ধরনের মানহানীকর পোস্ট দিয়েছে। এতে জেলার সাংবাদিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর জেরে যে কোন সময় বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটার আশংকা রয়েছে। এ অবস্থায় রাজবাড়ীর সাংবাদিক সমাজসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে তিনি এই অভিযোগ দায়ের করেন।  রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, রিয়াজ আক্তার নামে এক ব্যক্তি সাংবাদিক রবিউল ইসলাম খন্দকারের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়েছেন। যার কারনে রবিউল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।উল্লেখ ঈদের ৫ম দিনে শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র পৌর শিশু পার্কে ফুচকা উৎসব ও মিলন মেলার নামে অশ্লীল ভাবে নাচানো হয় দুজন নর্তকী। যা ফেসবুক লাইভেও দেখানো হয়। মুহুর্তের মধ্যে যা ভাইরাল হয়ে যায়। ফুচকা উৎসবের নামে এমন অশ্লীল নৃত্য ও নিষিদ্ধ পল্লীর আমেজ সৃষ্টি করায় সামাজিক মাধ্যমে, প্রতিবাদে সোচ্চার, হয়ে উঠেছেন রাজবাড়ীর সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দার ঝড় উঠে। যেসব কুরুচি সম্পন্ন ব্যক্তি দ্বারা এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে, তাদের শাস্তি দাবি করে একের পর এক ফেসুবকে প্রতিবাদ জানান সাধারণ মানুষ। গত শুক্রবার ১৫ জুলাই বিকালে থেকে রাত ৮টা পর্যন্ত রাজবাড়ী পৌর শিশু পার্কে চলে এ ফুচকা উৎসব।এ বিষয়ে সাংবাদিক রবিউল ইসলাম খন্দকার তিনি প্রতিবাদ জানিয়ে আয়োজকদের বিচার দাবি করেন। এছাড়াও তিনি স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকা ও অনলাইন পত্রিকায় নিউজ করেন। যে নিউজ দেখে রাজবাড়ীর সাধারণ মানুষ সাংবাদিক রবিউলকে সময়ের সাহসী ও প্রতিবাদী সাংবাদিক হিসেবে উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান। কিন্তু ফুচকা উৎসবের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনকারীরা তার বিরুদ্ধে ফেসবুকে তার মানহানি করে তাকে নিয়ে একটি পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে, বিভিন্ন আইডি থেকে অশ্লীল নাচের ভিডিও শেয়ার করেছেন অনেকেই। ভিডিওতে দেখা যায়, ২টি মেয়ে অশ্লীল ভাবে নৃত্য করছেন। নাচের তালে তালে অনুষ্ঠানের আয়োজক মিশকাত সহ একাধিক ব্যক্তি নাচ করছেন এবং নাচের মাঝে টাকা ছুড়ে দিচ্ছেন। এমন অশ্লীল নাচ দেখে অনেকেই নিষিদ্ধ পল্লী ও যাত্রা পালার নাচের সাথেও তুলনা করেছেন।ভিডিও প্রকাশ পাবার পরেই ফুসে উঠেছে রাজবাড়ীবাসী। খাদক বাঙ্গালী গ্রুপ সূত্রে জানা গেছে, অনলাইন ভিত্তিক ‘খাদক বাঙ্গালী’ নামক একটি ফেসবুক গ্রুপের ১ হাজার মেম্বার রয়েছে। এ অনুষ্ঠানে প্রায় ৬৫০ জন ব্যক্তি টিকিট ক্রয় করেন। এ অনুষ্ঠানের এন্টি ফি ছিল ২৫০ টাকা।

আরও খবর

🔝