gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
একদিনে ১১ লাখ মানুষকে টিকার টার্গেট

❒ খুলনা বিভাগের ১০ জেলায় বুস্টার ডোজ, যশোরে দেয়া হবে দেড়লাখ

প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই , ২০২২, ০১:৩৬:৩৪ এ এম
জাহিদ আহমেদ লিটন:
1658173160.jpg
করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ফের নড়েচড়ে বসেছে। এ লক্ষ্যে মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে বুস্টার ডোজ দিবস। খুলনা বিভাগের দশ জেলায় ১১ লাখ মানুষকে বুস্টার ডোজের আওতায় আনা হবে। যশোরে এ টার্গেট করা হয়েছে দেড়লাখ। গোটা বিভাগে এদিন বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে ফাইজারের টিকা।২০১৯ সালের ডিসেম্বরে পৃথিবীতে প্রথমবারের মত করোনা ভাইরাস শনাক্ত হবার পর বাংলাদেশে ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এসময় থেকে করোনা নিয়ে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। ঘটতে থাকে একের পর এক মৃত্যুর ঘটনা। মানুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে করোনা প্রতিরোধি প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা গ্রহণ করতে থাকে। এ কারণে দেশে গত মার্চ মাস থেকে করোনা পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু গত জুন মাসের শেষ নাগাদ এ পরিস্থিতির ফের অবনতি হতে থাকে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দু’জন করে ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সাতজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এ নিয়ে গত আড়াই বছরে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৯ হাজার ২৪১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার আলোকে করোনার চতুর্থ ঢেউ প্রতিরোধে সরকার মানুষকে ব্যাপকভাবে বুস্টার ডোজ দেয়ার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় সরকার ১৯ জুলাই করোনার বুস্টার ডোজ দিবস ঘোষণা করেছে। এ দিবসে স্বাস্থ্য বিভাগ প্রতিটি জেলায় মানুষকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নির্ধারণ করেছে। এ হিসেবে খুলনা বিভাগের দশ জেলায় ১০ লাখ ৮৮ হাজার ৫শ’ জনকে করোনা প্রতিরোধি বুস্টার ডোজ টিকা দেয়া হবে। এ টার্গেটে যশোরে রয়েছে এক লাখ ৩৬ হাজার ৫শ’ জন। এদিনে বুস্টার ডোজ হিসেবে সবাই পাবে ফাইজারের টিকা। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে। বিভাগের দশটি জেলার প্রতিটি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও ওয়ার্ড পর্যায়ে এ টিকা প্রদান করা হবে।  এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, মঙ্গলবার বুস্টার ডোজ দিবসে যশোরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার প্রায় দেড় লাখ মানুষকে এ টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে জেনারেল হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্র, আটটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র করে এ টিকা দেয়া হবে। এছাড়া পৌর এলাকায় শহরের ঈদগাহ ময়দানে ও নয়টি ওয়ার্ডে অস্থায়ী ক্যাম্প করে মানুষেকে টিকা দেয়া হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় স্বেচ্ছাসেবীরা টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন। জনপ্রতিনিধিরা স্ব স্ব এলাকায় জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করবেন। এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের পাঁচ শতাধিক কর্মী জেলাব্যাপী কাজ করবেন। এদিন সকাল সাড়ে ৮টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, আঠারো বয়সের উর্ধ্বরা কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া যারা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেননি, তারাও এসব কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।উল্লেখ্য, রোববার পর্যন্ত গত প্রায় আড়াই বছরে খুলনা বিভাগের দশ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৫৪ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১২৩ জন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর সূত্রে জানা যায়।

আরও খবর

🔝