gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় মানববন্ধন
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৮:৫৭:৪৩ পিএম
কাগজ সংবাদ :
1658156315.jpg
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সম্মিলিত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় দড়াটানা ভৈরব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি দীপংকর দাস রতন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাবেক সভাপতি হারুন অর রশীদ। এ সময় কবি খসরু পারভেজের লেখা ‘একবিংশ শতাব্দীর প্রার্থনা’ পাঠ করেন স্বপ্না দেবনাথ। সমাপনী বক্তৃতা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের দড়াটানায় এসে শেষ হয়। মানববন্ধনে সপ্তসুর, স্বরলিপি, সুর নিকেতন, পুনশ্চ, সুরধুনী, তির্যক, ভবেরহাট, উদীচী, বাউলিয়া সংঘ, উৎকর্ষ, ডায়মন্ড থিয়েটার, শিল্পায়ন, বিবর্তন, কিংশুক, চাঁদের হাট, মাইকেল সংগীত একাডেমির নেতাকর্মীসহ অন্যান্য সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। 

আরও খবর

🔝