gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দাবদাহে পুড়ছে অর্ধেক পৃথিবী
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৭:১৭:৩৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1658150273.jpg
টানা দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহ, দাবানল আর খরায় পুড়ছে পৃথিবীর অর্ধেকের বেশি অঞ্চল।টানা দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহ, দাবানল আর খরায় পুড়ছে পৃথিবীর অর্ধেকের বেশি অঞ্চল। ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। তীব্র দাবদাহে গত এক সপ্তাহে ইউরোপে মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষের। এদিকে, এক বছরে দ্বিতীয় দফা দাবদাহের কবলে পড়তে যাচ্ছে চীন।জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে বাড়ছে দাবদাহের প্রবণতা। বছরে দুই দফা করে দাবদাহ দেখা দিচ্ছে দেশে দেশে। বাড়ছে দাবানল। দেখা দিচ্ছে খরা।ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানলের তীব্রতা বাড়ায় ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া টেস্তে-ডে-বুচ এবং লান্দিরাস এলাকাতেও দাবানল ছড়াচ্ছে।স্পেনের দক্ষিণাঞ্চলে মিজাস পার্বত্য এলাকায় দাবানল বাড়তে থাকায় ৩ হাজার ২০০ মানুষ সরিয়ে নেয়া হয়েছে।যুক্তরাজ্যে চলছে তীব্র তাপদাহ। সোমবার ও মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইংল্যান্ডের ইয়র্ক, ম্যানচেস্টার এবং লন্ডনে জারি করা হয়েছে রেড এলার্ট।পর্তুগালের দাবানল বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে তা ছড়ানোর আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তারা বলছে মাত্রাতিরিক্ত গরম, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের গতির কারণে ফের এই অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে পারে।মরক্কোতে দাবানল ছড়িয়ে পড়ায় ১ হাজার ৩০০ এর বেশি মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। উত্তরাঞ্চলের দাবানল মোকাবিলায় মোতায়েন করা হয়েছে কয়েকশো কর্মী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লারাচে প্রদেশ। এছাড়াও ক্রোয়েশিয়া ও গ্রিসেও দ্রুত বাড়ছে দাবানল।২৬ জুলাই থেকে চীনে বছরের দ্বিতীয় দফা দাবদাহ শুরু হবে বলে পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। যা আগস্টের ১৪ তারিখ অর্থাৎ ২০ দিন স্থায়ী হবে বলে জানিয়েছে তারা। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলের ফুজিয়ান, জিয়াংশি, ঝেজিয়াংয়ে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে।

আরও খবর

🔝