gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফর ৩৪ বস্তা চাল উদ্ধার
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৭:১০:৪৫ পিএম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: :
1658149875.jpg
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৩০ কেজির ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পিআইও কার্যালয়ের কর্মকর্তা। তবে নির্দেশনা অনুযায়ী দুস্থ ও অসহায় তালিকাভুক্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ঈদের আগেই বিতরণের কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের অদক্ষতায় তা সম্ভব হয়নি। বিষয়টি প্রচার হওয়ার পরেই ফেসবুকে বইছে আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় ঐ ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। রবিবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে চাল উদ্ধার করা হয়। ইউএনও রাশিদা আক্তার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ-উল-আযহা উপলক্ষে ওই ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ঈদের আগে তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে বিতরণ করা হয় নাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে চাল উদ্ধার করে পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব। পরে এই চাউল ইউপি সচিবের জিম্মায় রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য জানান, ইউনিয়ন পরিষদে চাল থাকার বিষয়টি তাঁরাও অবগত নয়। টংগুয়া বাজারের এক যুবক বলেন, প্রধানমন্ত্রী গরিব মানুষের জন্য বিনামূল্যে চাল বিতরণ করছেন আর সেই চাল চেয়ারম্যান রেখে দিয়েছে। এটা গরিব মানুষের পেটে লাথি দিয়ে সরকারের ইমেজ নষ্ট করা। আমরা এর বিচার চাই।চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে  ইউএনও রাশিদা আক্তার বলেন, ভেড়ভেড়ী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম  থেকে ৩৪ বস্তা ভিজিএফ'র চাল উদ্ধার হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাউল বিতরণ করা হয় নাই। এখানে আত্মসাৎ করার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

আরও খবর

🔝