gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর

❒ বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৭:০৫:২৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1658149552.jpg
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ইন্দোনেশিয়া বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বিষয়টি পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষই এটিকে আরও শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেন। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। দেশদুটি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও ওষুধ, সংযোগ, আইসিটি, পর্যটন, হালাল বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, যুব ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে।বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়, রেন, পাইপলাইনে থাকা সমঝোতা স্মারকগুলো শীঘ্রই শেষ হবে। অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার জন্য তারা দ্বিপাক্ষিক পিটিএ সমাপ্ত করার ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের জন্য ইন্দোনেশিয়া এবং আসিয়ানের সক্রিয় সমর্থন চেয়েছেন। ড. মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ারও অনুরোধ করেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী সংক্ষিপ্ত প্রেস বিবৃতি দেন।সবশেষে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক লোগো এবং ইন্দোনেশিয়ান ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের অনুবাদও এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই পররাষ্ট্রমন্ত্রী উন্মোচন করেন।

আরও খবর

🔝