gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হাতিয়ায় বিএনপির ঈদ পরবর্তী মত বিনিময় সভা
প্রকাশ : সোমবার, ১৮ জুলাই , ২০২২, ০৩:১৬:২৭ পিএম
হাতিয়া প্রতিনিধি: :
1658135809.jpg
দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ঈদ পরবর্তী  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৭ জুলাই রবিবার বেলা ৫টায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয় ।জাহাজমারা ইউনিয়নের যুবদলের  সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল্যাহিল মাজিদ নিশান,উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজুল হাসান রাকিব,পৌরসভা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মমিন উল্যাহ রাসেল, পৌরসভা যুবদলের সদস্য সচিব সানাউল্লাহ শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোন্দকার সোহেল, নোয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক খোন্দকার আরমান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদৃদিন প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শাহনেওয়াজ বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে গনতান্ত্রিক আন্দোলন করবো। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে, আমাদের দল যাকে ধানের শীষের প্রতীক দেবেন আমরা সকলে প্রতীকের নির্বাচন করবো। বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল্যাহিল মাজিদ নিশান বলেন তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদার করতে হবে। ঐক্যবদ্ধ বিএনপি গঠনে জাতীয়তাবাদী শক্তিকে ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে।মত বিনিময় সভায় নেতাকর্মীরা আগামী দিনে বিএনপির তৃনমূলকে শক্তিশালী করার ঐক্যমত পোষন করেন।

আরও খবর

🔝