gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোরের বাজারে কাঁচা মরিচের ঝাঁজ
প্রকাশ : শুক্রবার, ১৫ জুলাই , ২০২২, ০৯:২৬:৩৫ পিএম
কাগজ সংবাদ :
1657899135.jpg
ঈদের দু’দিন আগে থেকেই যশোরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করে। এরপর এক লাফে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে মরিচের ঝাঁজে অতিষ্ঠ ক্রেতারা। সর্বশেষ, দাম বেড়ে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়। বাজার ভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। কয়েকদিন দুশ’ টাকা কেজিতে বিক্রি হয় কাঁচা মরিচ।  শুক্রবার যশোরের বড় বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও রেল বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। তবে, ঝিয়া নামে পরিচিত ঝাল ২শ’ টাকার নীচে কেনা যাচ্ছে না। নি¤œ আয়ের মানুষ ৫০-১০০ গ্রাম করে মরিচ কিনে ঘরে ফিরছেন বলে জানিয়েছেন অনেকেই। ঈদের আগে বেশকিছু দিন কাঁচা মরিচের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। এ বিষয়ে খুচরা বিক্রেতা আলম হোসেন বলেন, ঈদের আগে কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের বেশ ক্ষতি হয়েছে। পাশাপাশি ঈদের কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহও কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি তার।বাজারে এ মুহূর্তে আলোচনার বিষয় কাঁচা মরিচ। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে মরিচ আমদানি করেও বাজার সামাল দেয়া যাচ্ছে না। দাম বাড়ছে হু হু করে। শুক্রবার বাজারে প্রতিকেজি মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে তা বিক্রি হয় ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে-দাবি পাইকারি ব্যবাসয়ী আবু হানিফের। দু’-তিন দিনের মধ্যে দাম কমতে পারে বলে জানান তিনি। রিকশা চালক ফসিয়ার মুন্সি বলেন, বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা মরিচের।  কেনা দুঃসাধ্য হয়ে পড়েছে।

আরও খবর

🔝