gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বিশ্বজুড়ে করোনা: বেড়েছে শনাক্ত ও মৃত্যু
প্রকাশ : বুধবার, ১৩ জুলাই , ২০২২, ০২:০৪:১২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1657699854.jpg
বিশ্বজুড়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ২২ হাজার ৭৯৯ জন। যা আগের দিনের তুলনায় প্রায় আড়াই লাখের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪২৭ জনের।মহামারির শুরু থেকে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবাসাইট ওয়ার্ল্ডোমিটার্স বুধবার (১৩ জুলাই) এসব তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৫৩ জন। আর মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৪৩৬ জনের।বরাবরের মতো তালিকার শুরুতেই রয়েছে যুক্তরাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫১ জনের এবং শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ১৫১ জন। একই সময়ে ৬৪ হাজার ৭৭১ জন শনাক্ত হয়েছে ব্রাজিলে এবং মৃত ৩৫২ জন।এছাড়া গেলো ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৮২ হাজার ছয়জন এবং মৃত্যু ১২৬ জনের, ইতালিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৪২ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫৭ জনের। কানাডায় মৃত ২৮ জন এবং আক্রান্ত ১২ হাজার ৮১ জন। রাশিয়ায় মৃত ৪৮ জন এবং আক্রান্ত তিন হাজার দুইজন। অন্যদিকে জাপানে আক্রান্ত ৪৬ হাজার ৩৩ জন এবং মৃত্যু ১৯ জনের, অস্ট্রেলিয়ায় সংক্রমিত ৪১ হাজার ২৫৯ জন এবং ৫৮ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটির বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ৬৭ লাখ মানুষের।

আরও খবর

🔝