gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলে কথা রাখবেন লিজ ট্রাস
প্রকাশ : সোমবার, ১১ জুলাই , ২০২২, ০২:৫৩:৩০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :
1657529631.jpg
যুক্তরাজ্যের আইনপ্রনেতাদের পদত্যাগের পর বাধ্য হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের ছাড়তে যাওয়া আসনে বসতে চাইছেন বর্তমান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।  এরইমধ্যে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির প্রধান হলে কী কী করবেন সেই ঘোষণা দিয়েছেন ট্রাস।বলেছেন, ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই তিনি ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নেবেন।এরইমধ্যে টরি পার্টির নেতা হওয়ার জন্য ১১ জন মাঠে নেমেছেন। তাদের সবাই মূলত প্রচারে ট্যাক্সের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন।  ৪৬ বছর বয়সী ট্রাস করপোরেশন ট্যাক্স, জাতীয় ইনস্যুরেন্স ও ব্যবসা নীতির সংস্কার করবেন।  তিনি জানিয়েছেন, যদি তিনি জয় পান তবে তিনি জীবনযাপন ব্যয় কমানোর চেষ্টা করবেন।  যে কথা দেন তা তিনি রাখেন, আর যে কথা তিনি রাখতে পারবেন না, সেই কথা তিনি কখনোই দেন না বলে দাবি করেন ট্রাস।সরকার পরিচালনায় বরিস জনসনের সক্ষমতা নিয়ে নিজ দল ও দলের বাইরে তার ব্যাপক সমালোচনা রয়েছে। সূত্র : বিবিসি

আরও খবর

🔝