gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ
প্রকাশ : সোমবার, ১১ জুলাই , ২০২২, ০২:৫০:১৫ পিএম
ক্রীড়া ডেস্ক:
1657529493.jpg
অবশেষে চলতি ক্যারিবিয়ান সফরে প্রথম জয় পেলো বাংলাদেশ। মুখে স্বস্তির হাসি ফুটেছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। রোববার (১০ জুলাই) গায়ানায়, বৃষ্টির কারণে ৪১ ওভারের ম্যাচে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস নয় উইকেটে, ১৪৯ রানে থেমেছে। জবাবে, ছয় উইকেট হাতে রেখেই সিরিজে তামিমদের লিড। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা মেহেদী মিরাজ। লিডার তামিম, ব্যাটার তামিম...দুই সত্ত্বাই আগ্রাসি। ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয়ায় চতুর, দাবি আদায়ে সোচ্চার, আবার উইলোবাজি ক্ল্যাসিকাল, ধুন্ধুমার। এই সফরে সাকিব আর রিয়াদের কাপ্তানিতে দুই ফরম্যাটেই দুইটা করে হার...পছন্দের ওয়ানডে ভার্সন ফিরতেই যেনো আহত বাঘেরা শিকারে দুর্বার।টস জিতে বোলিং, ধারালো ইনসুইংয়ে কাপ্তান তামিমকে শুরুতেই উপহার দিলেন মোস্তাফিজ। ফিজের এক উইকেট, ইনিংসে শরীফুলের চারখানা, তবুও ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার ভেঙ্গে দেয়ার বড় কৃতিত্ব দুই স্পিনার নাসুম আর মিরাজের। একদিকে অভিষিক্ত নাসুম টাইট স্পেলে চেপে ধরেছেন স্বাগতিক ব্যাটারদের। অন্যদিকে, ভ্যারিয়েশনের পসরা সাজিয়ে উইকেট তুলেছেন মেহেদী মিরাজ। তিন উইকেট তোলা মিরাজের প্রতিটা ব্রেকথ্রুতেই ছিলো দারুণ মাথার কাজ। কখনো উইকেটের আগের বলটায় শার্প টার্ন, কখনো আবার আউটের ডেলিভারি জোড়ের উপর স্ট্রেইন ওয়ান। মোদ্দা কথা, স্কিল দিয়ে মেয়ার্স,পাওয়েল আর পুরানকে নাচিয়েই ছেড়েছেন বাংলার অফস্পিনার।একচল্লিশ ওভারে দেড়শো টার্গেট...গোড়াতেই লিটনের উইকেট...তবে পঁচিশ বলে তামিমের তেত্রিশ, আর ওয়ান ডাউনে চাপে থাকা শান্ত'র আত্মবিশ্বাসী ৩৭ রানের ইনিংস। জয়ের বন্দরে যেতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। গায়ানায় প্রথম ওয়ানডেতে বোলিং ফার্স্ট ক্লাস, মন্দ হয়নি উইলোবাজিও। সিরিজের বাকি দুই ম্যাচের আগে কোচিং ইউনিটির বড় ভাবনার জায়গা গ্রাউন্ড ফিল্ডিং, বিশেষ করে হাই ক্যাচিং। একাধিক ক্যাচ মিসে ফুটে উঠেছে নানা দুর্বলতা। 

আরও খবর

🔝