gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ জুলাই , ২০২২, ০৬:৫৬:৪৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1657198625.jpg
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার শ্রীলঙ্কা পার্লামেন্টে তিনি একথা বলেন।  বিক্রমাসিংহে বলেন, শ্রীলঙ্কা একটি উন্নয়নশীল দেশ হিসেবে নয় বরং দেউলিয়া দেশ হিসেবে আইএমএফ এর সঙ্গে ঋণ চুক্তি নিয়ে আলোচনা করছে।তিনি আরও বলেন, আমরা একটি দেউলিয়া দেশ হিসেবে আইএমএফ'র সঙ্গে আলোচনা করছি। ফলে অতীতের তুলনায় এখন আমাদের অনেক কঠিন এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।যেহেতু আমাদের দেশের দেউলিয়া অবস্থা তাই আমাদের ঋণের স্থায়িত্বের জন্য আলাদাভাবে আইএমএফর কছে একটি পরিকল্পনা জমা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যখন তারা আমাদের জমা দেয়ার পরিকল্পনায় সন্তুষ্ট হতে পারবে শুধুমাত্র তখন আমরা একটি চুক্তিতে উপনীত হতে পারবো। এদিকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটছে।গেলো রোববার দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চানা উইজেসেকেরা বলেছিলেন, দেশটির হাতে আর একদিনের কম জ্বালানি আছে।১৯৪৮ সালের পর অর্থাৎ স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকেট পড়েছে দেশটি। দেশটির বৈদেশিক রিজার্ভ শূন্যে নেমে এসেছে। খাবার, ওষুধ ও জ্বালানির মত অতি জরুরি আমদানি প্রয়োজন মেটাতে পারছে না তারা। এরইমধ্যে চাকরি হারিয়ে খাবার, ওষুধ ও জ্বলানির জন্য লড়াই করছে লঙ্কান নাগরিকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এছাড়া সরকার বিরোধী আন্দোলনও চালিয়ে যাচ্ছেন তারা। 

আরও খবর

🔝