gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
প্রথমবার বাবা-ছেলের ভূমিকায় দেব-মিঠুন
প্রকাশ : বুধবার, ৬ জুলাই , ২০২২, ০৩:১৮:৩৫ পিএম
বিনোদন ডেস্ক:
1657099135.jpg
রাজনৈতিকভাবে তাদের অবস্থান ভিন্ন মেরুতে। তবে সবার আগে তারা অভিনেতা। লাইট-ক্যামেরা-অ্যাকশন চালু হলে বাকি সব গৌণ। বাংলা সিনেমার স্বার্থে হাত মিলিয়েছেন অভিনেতা-সাংসদ দেব এবং মিঠুন চক্রবর্তী। তাও আবার প্রথমবারের মত বাবা-ছেলের চরিত্রে!সিনেমার ঘোষণা হয়েছিল বছর দেড়েক আগেই। তবে মিঠুনের অসুস্থতার জেরে বেশ কয়েকমাস পিছিয়ে যায় সিনেমার কাজ। অবশেষে মঙ্গলবার (৫জুলাই) থেকে ডানা মেলল ‘প্রজাপতি’ সিনেমাটি।বিধাননগরে বৃষ্টিভেজা দিনে সিনেমাটির শুটিং সারলেন দেব-মিঠুন। সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়িই আগামী কয়েকদিনের ঠিকানা দেব এবং মিঠুনের৷চমকের শেষ এখানেই নয়, এই সিনেমার সুবাদেই ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। সিনেমাতে দেবের নায়িকা ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য। থাকছেন খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা।এদিন ‘মহাগুরু’র পরনে ছিল পাজামা-গেরুয়া হাফ পাঞ্জাবি। একদম ছা-পোষা মধ্যবিত্ত বাঙালি প্রৌঢ়র চেহারায়। দীর্ঘদিন পর বাংলা সিনেমায় কাজ করা নিয়ে মিঠুন বলেন, ‘‘ এখন যে কাজ ভালোলাগে সেটাই করি। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করলাম, একদম অন্যরকম। খুব সাবধানে আছি। এই সিনেমায় মম (মমতা শঙ্কর) আছে, দেব-পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজের মতো অভিনেতারা আছে। কে কোন দিক দিয়ে গোল দিয়ে দেবে!’’ দেব বলেন, ‘‘এই সিনেমার স্ক্রিপ্টটা দেখেই বলেছিলাম এটা মিঠুনদার চরিত্র, উনি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প। মিঠুনদা এবং দেব একসঙ্গে, আমার মনে হয় সব ঠিক থাকলে ক্রিসমাসে দর্শক একটা ভালো সিনেমা পাবে।’’শুধু অভিনয় নয়, এই সিনেমার যৌথ প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিসের যৌথ উদ্যোগে ডানা মেলবে ‘প্রজাপতি’।

আরও খবর

🔝