gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
কৃষকের বাতিঘরের উদ্যোগে আম চাষিদের পরামর্শ
প্রকাশ : শনিবার, ২৫ জুন , ২০২২, ০৪:০৪:৪১ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি: :
1656151512.jpg
আম চাষে অগ্রগামী জেলাগুলোর মধ্যে কুষ্টিয়া অন্যতম। সেদিক থেকে কুষ্টিয়াকে আরও এগিয়ে নিতে এবং সঠিকভাবে আম সংরক্ষণ ও বাজারজাত করণের মাধ্যমে কৃষকদের উন্নয়নের লক্ষ্যে আম চাষিদের পরামর্শ ও সেবা দিচ্ছে কৃষি সংগঠন কৃষকের বাতিঘর।শুক্রবার সকালে জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে এই পরামর্শ সেবা দেওয়া হয়। এসময় আমলা ও এর আশপাশের বিভিন্ন আম বাগান ঘুরে কৃষকের বাতিঘরের সদস্যরা আধুনিক পদ্ধতিতে আম সংগ্রহ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ সংশ্লিষ্ট কাজে কৃষকদের পরামর্শ দেন।কৃষকদের পরামর্শ দেওয়া শেষে একটি আম বাগানে কৃষকের বাতিঘরের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রতন জানান, আমরা আম চাষ বিষয়ক বিভিন্ন বই থেকে তথ্য নিয়ে এবং উপজেলা কৃষি অফিসের তথ্যের সাহায্যে এই কার্যক্রম পরিচালনা করি। বিভিন্ন আম বাগানে ঘুরে আমরা আম চাষিদের আধুনিক পদ্ধতিতে আম সংগ্রহ, সংরক্ষণ, বাজারজাতকরণসহ সংশ্লিষ্ট কাজে কৃষকদের পরামর্শ দেই; যেন তারা ভালোভাবে আম বাজারজাত করে আরও লাভবান হতে পারেন।কৃষকের বাতিঘরের সভাপতি মো. সামসুল হক বলেন, আম বাগানগুলোতে প্রতি দশ একর জমিতে আমের পূর্ণতা প্রাপ্তির পর অর্থাৎ আম পাকার সময় গড়ে ৬/৭ জন লোক এক মাস শ্রম দিয়ে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণের অভাবে অনেক আম নষ্ট হয়ে যায়। তাই কৃষকের বাতিঘরের পক্ষ থেকে আম সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত করতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।সকাল থেকে কৃষকের বাতিঘরের এ কার্যক্রমের সঙ্গে আরও যুক্ত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন কুমার, কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মো. জাহিদ হাসান, জিনিয়া ইসলামসহ অন্যান্য সদস্যরা। 

আরও খবর

🔝