gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কম খরচে গাড়ি তৈরির সুখবর
প্রকাশ : শনিবার, ১১ জুন , ২০২২, ১২:০৩:৫৫ পিএম
কাগজ ডেস্ক::
1654927521.jpg
প্রযুক্তির উৎকর্ষ সাধনের নতুন মাত্রা ইলেকট্রিক অটোমোবাইলসে যুক্ত হচ্ছে আকাশবাড়ী অটোমোবাইলস। ইতিমধ্যেই চায়না লোংসিদা কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। চায়না লোংসিদা কোম্পানি লিমিটেড ছোট আকারের ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেটকার, ইজি বাইক, পিকআপ, ভ্যান ইত্যাদি তৈরি করে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়ে মানুষের মাঝে অল্প দামে এসব গাড়ি সারাদেশে ছড়িয়ে দেবে আকাশবাড়ী অটোমোবাইলস।আকাশবাড়ী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম মিল্কি বলেন, আমরা চাইনিজ অটোমোবাইল কোম্পানি চায়না লোংসিদা লিমিটেডের বাংলাদেশি অংশকে অধিগ্রহণ করেছি। যার মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক প্রাইভেট কার, পিকআপ, কাভারভ্যান তৈরি করা যাবে। আকাশবাড়ী অটোমোবাইলস গত তিন বছর ধরে বাংলাদেশে বিজনেস করছে। গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫৬ হাজার বর্গফুটের একটি কারখানায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কোম্পানির মাধ্যমে আমরা সরাসরি গাড়ি উৎপাদন করবো।বাংলাদেশের টপ-টেন অটোমোবাইলস কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে আপনাদের জায়গা ধরে রাখবেন? এমন প্রশ্নের জবাবে মিল্কি বলেন,  আমরা যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি তারা গত ৭ বছর ধরে বাংলাদেশে বিজনেস করছে। তাদের কোয়ালিটি কোয়ানটিটি দুটাই ভালো। তারা খুব সুনামের সঙ্গে ব্যবসা করছে এবং বাজারে তাদের পণ্যের খুব চাহিদা রয়েছে। আশা করছি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আমরা ভালো কোয়ালিটির পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারব।

আরও খবর

🔝