gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তথ্য অধিকার আইন বিষয়ক উঠান বৈঠক
প্রকাশ : শুক্রবার, ১০ জুন , ২০২২, ০৯:৫৬:৪৬ পিএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর (যশোর) :
1654876631.jpg
যশোরের মণিরামপুরে তথ্য অধিকার আইন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চিনাটোলা পালপাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ডাক্তার  স্বপন। এতে প্রধান আলোচক ছিলেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক ও তথ্য অধিকার আইন বিশেষজ্ঞ হাসিবুর রহমান মুকুর। মাস্টার সন্তোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআরডিআইয়ের ডেপুটি ম্যানেজার আক্তারুন্নাহার, সিনিয়র প্রোগ্রাম অফিসার আফরা নাওমি, মণিরামপুর জাগ্রত নাগরিক কমিটির (জানাক) সাধারণ সম্পাদক সুরাইয়া নারগিস, সদস্য অনিমা মিত্র এবং অফেলা বেগম।এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক ও তথ্য অধিকার আইন বিশেষজ্ঞ হাসিবুর রহমান মুকুর বলেন, ‘তথ্য অধিকার নাগরিকের মৌলিক অধিকারের একটি অংশ। তৃণমূল থেকে সর্বোচ্চ প্রতিষ্ঠান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার আছে। কীভাবে এবং কোথা থেকে একজন নাগরিক তথ্য পেতে পারে সেটা জানানোর জন্যই আপনাদের কাছে আমাদের আসা’।

আরও খবর

🔝