gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তরুণীর আত্মহত্যার ঘটনায় স্কুলশিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : শুক্রবার, ১০ জুন , ২০২২, ০৯:৫০:৪৫ পিএম
আব্দুল কাদের, নড়াইল অফিস:
1654876280.jpg
নড়াইলের কালিয়ায় শ্রাবণী (১৪) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। প্রেমের ঘটনা ও মানসিক নির্যাতনের অভিযোগে তরুণীর পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শ্রাবণী উপজেলার কলাবাড়িয়া গ্রামের এস এম মোস্তাইন হোসেনের মেয়ে। মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশি মকিদ সরদারের ছেলে যুবা সরদারের সঙ্গে শ্রাবণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে শ্রাবণীর শারীরিক সমস্যা দেখা দেয়। শ্রাবণী ও তার খালাতো বোন ঘটনাটি যুবা ও তার পরিবারকে জানাতে গেলে প্রেমিক যুবা ও তার পিতা মকিত সরদার-মাতা ছমিরণ বেগমসহ একই গ্রামের স্কুল শিক্ষক হেমায়েত সরদার তাকে ভৎসনা করেন। এছাড়াও কুরুচিপূর্ণ কথা বলেন। লজ্জায় ও প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে  গত ২৬ এপ্রিল শ্রাবণী আত্মহত্যা করেন। নড়াগাতি থানা পুলিশ শ্রাবণীর মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে। রিপোর্ট পাওয়ার পর পিতা মোস্তাইন শেখ বৃহস্পতিবার নড়াইলের নড়াগাতী আমলী আদালতে যুবা, মকিত সরদার, ছমিরণ বেগম ও হেমায়েত সরদারকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই যশোরের ওপর অর্পণ করেছেন। উপজেলার তালুকদারপাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অসৎ উদ্দেশ্যে হয়রানি ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে আমাকে আসামি করা হয়েছে’।

আরও খবর

🔝